‘গৌরব একাত্তর’ নামের একটি সংগঠন ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে ধর্ষণবিরোধী পদযাত্রা করেছে।
রাজধানীর শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শুক্রবার (১২ এপ্রিল) এ পদযাত্রা করা হয়। এর আগে জাতীয় জাদুঘরের সামনে একটি সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশ থেকে নুসরাত হত্যার প্রতিবাদ জানান বক্তারা।
সমাবেশ উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহীন।