নারায়ণগঞ্জে ঘরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ শিশু ফারিহা আক্তার ফারজানাও মারা গেছে।
তার আগে ওই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফারিহার (১২) মা ফাতেমা বেগম (৩০), বড় ভাই সাইফ আলী বেগ রাফি (১৫) এবং ছোট ভাই সাফওয়ান আলী (১০)।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ফারিহার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল হান্নান জানিয়েছেন।
গত রোববার দগ্ধ হওয়ার পর সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একের পর এক মারা গেলেন সবাই।
এক আগুনে স্ত্রী আর তিন সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গেলেন এই পরিবারের কর্তা আব্দুর রহিম।
ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার ছয়তলা বিসমিল্লাহ টুইন টাওয়ারের চতুর্থতলার একটি ফ্ল্যাটে থাকত এই পরিবার।
গত ৭ এপ্রিল রাত ৯টার দিকে রান্না করার জন্য ফাতেমা ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। তিন সন্তানসহ দগ্ধ হন ফাতেমা।