‘মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে’

ডেস্ক রিপোর্ট

ফের ভারতীয় মুসলিম অভিবাসীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির প্রধান অমিত শাহ। তিনি ভারতের মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন।  এর আগে তিনি অভিবাসীদের উইপোকা হিসেবেও আখ্যায়িত করেন।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক সমাবেশে বিজেপি প্রধান বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার মাটিতে উইপোকার মতো। বিজেপি সরকার তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। 

এছাড়া বাংলাদেশ থেকে এসব অভিবাসী অনুপ্রবেশ করেছে বলে তিনি ক্ষোভ ঝাড়েন। ভারতে প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে।

এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। এরপর ২৩ মে ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে