পহেলা বৈশাখে চুলকে সাজান ৩টি ধাপে

ডেস্ক রিপোর্ট

উৎসব

আসন্ন পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশে মেয়েরা নিজেকে উপস্থাপন করতে চায় নতুন কোন স্টাইলে, আর তা যদি হয় চুলের তাহলে তো কথাই নেই। চুল মেয়েদের ব্যক্তিত্বের পরিচায়ক। তাই চুলের জন্য চাই নতুন কোন স্টাইল।  জেনে নিন বৈশাখে চুল সাজগোজের তিনটি উপায়।

চুলে ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল করতে যা যা লাগবে

১. হেয়ার ইলাস্টিক

২. ফ্লাওয়ার অরনামেন্টস

৩. ববি পিন

৪. হেয়ার ব্রাশ

পদ্ধতি

স্টেপ ১

চুল ভালোভাবে ব্রাশ করে নিয়ে উপর ও নিচে দুটি অংশে ভাগ করে নিতে হবে। এবার দুটি অংশ ইলাস্টিক দিয়ে পনিটেইল (ঝুঁটি) করে বেধে নিতে হবে। এবার উপরের পনিটেইলকে চারটি ভাগে ভাগ করা লাগবে। উপরের ভাগটি ফুলের পাপড়ির আকারে ইলাস্টিকের ভিতরে ঢুকিয়ে দিতে হবে।

ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল করতে প্রথম ধাপ - shajgoj.com

স্টেপ ২

একইভাবে ভাগ করে বাকি তিনটি পেটাল শেইপ করে বেধে ফেলতে হবে। চুলের লম্বা ও ঘনত্বের উপর নির্ভর করে ৪-৫টা পেটাল হবে।

ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল করতে দ্বিতীয় ধাপ - shajgoj.com

স্টেপ ৩

একইভাবে নিচের পনিটেইলটি করে নিতে হবে।

ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল করতে তৃতীয় ধাপ - shajgoj.com

আর হ্যাঁ, চুল ঠিক রাখতে প্রয়োজনে ববি পিন দিয়ে চুল আঁটকে দিতে হবে। এবার ফ্লাওয়ার অরনামেন্টস লাগিয়ে চুলের স্টাইলটিকে করে নিন আরো আকর্ষণীয়।

প্রক্রিয়াটির ছবি স্টেপ বাই স্টেপ আরেকবার একসাথে দেয়া হল-

ফ্লাওয়ার পেটাল হেয়ারস্টাইল করতে পুরো প্রক্রিয়া - shajgoj.com

অসহ্য গরমে এভাবে চুল বাঁধলে আকর্ষণীয়তো লাগবেই, সাথে ঘাড়ে গরমও লাগবে না। আর মনে করে অবশ্যই বেশি পানি খাবেন, বাইরে গেলে সানস্ক্রিন, ছাতা ও সানগ্লাস ব্যবহার করবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে