গুগল ডুডলে বাংলার বাঘ। বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগল নতুন এই ডুডল প্রকাশ করেছে। হোমপেজে নিজেদের সাধারণ লোগোর পরিবর্তে রঙিন বাঘের ছবি দিয়েছে গুগল। ছবিটিতে ক্লিক করলে তা পহেলা বৈশাখের উইকিপিডিয়া পেইজে চলে যাচ্ছে।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বিভিন্ন পশুর মধ্যে বাংলাদেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতিকে এই ডুডলে তুলে ধরা হয়েছে। সবুজের ব্যাকগ্রাউন্ডে হলুদ, লাল এবং কালোর মাধ্যমে আঁকা হয়েছে বিশাল এক বাঘের প্রতিকৃতি। যেটি কাঁধে নিয়ে বয়ে যাচ্ছেন শোভাযাত্রায় অংশ নেওয়া জনতা। বাঘের মাথা থেকে লেজ পর্যন্ত বিশেষ কায়দায় গুগল শব্দটি লেখা হয়েছে। হাসিখুশি বাঘ আর উৎসবমুখর জনতা মিলে বাংলা নববর্ষের আনন্দ ফুটে উঠেছে ডুডলটিতে।
বিভিন্ন সময়ে নানা উপলক্ষে গুগল নতুন নতুন ডুডল (ছবির মাধ্যমে বোঝানো) প্রকাশ করে থাকে। বিশেষ বিশেষ দিন, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু, বিশেষ আবিষ্কারসহ বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরতে গুগল নিয়মিতভাবে এ বিশেষ আয়োজন করে থাকে।