বাঙালির বর্ষবরণ উৎসবে মাতোয়ারা বিদেশিরাও

ডেস্ক রিপোর্ট

বাঙালিদের প্রাণের উৎসব বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখের আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলাদেশে বসবাসকারী বিদেশিরাও নানা আয়োজনে অংশ নিয়েছেন। 

রোববার (১৪ এপ্রিল) সকাল থেকেই রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ এবং টিএসসিতে বর্ষবরণের আয়োজনে বিদেশিদের একত্রিত হতে দেখা যায়। 

ঢাকায় বসবাসরত চীন, ফ্রান্স ও ইতালির নাগরিকরা ফটো সাংবাদিকদের মতো ছবি তোলার ভুমিকায় অবতীর্ণ হন। এ সময় উৎসব উদযাপনে আসা সাধারণ মানুষদের অনেককেই তাদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। পাশাপাশি তাদের কপালে ও গালে শুভ নববর্ষ অঙ্কন করে নিতে দেখা যায়। 

বর্ষবরণ উৎসবে যোগ দেয়া বিদেশিদের একজন ফ্রান্সের নাগরিক মিসেস মারটিয়া জানান, (দোভাষীর বরাত) ‘আমরা শুনেছি, পহেলা বৈশাখ বাংলা বছরের বড় উৎসব। তাই এই উৎসবে অংশ নিতেই এসেছি।’

বাঙালির বর্ষ বরণের উৎসবে যোগ দিয়ে কেমন লাগছে- জানতে চাইলে মিসেস মারটিয়া বলেন, ‘অনেক ভালো লাগছে। এ উৎসবে না এলে বুঝতাম না আসলে কত সুন্দর।’ এ দেশের মানুষ অনেক ভালো বলেও জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে