মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা : জবানবন্দি দিতে আদালতে নুর ও শামীম

ডেস্ক রিপোর্ট

নুর উদ্দিন ও শাহদাত হোসেন
নুর উদ্দিন ও শাহদাত হোসেন। ছবি : সংগৃহিত

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের আসামি নুর উদ্দিন ও শাহদাত হোসেন শামীমকে জবানবন্দির জন্য আদালতে নেওয়া হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে এই দুই আসামিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। সেখানে তারা জবানবন্দি দিচ্ছেন।

universel cardiac hospital

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নুর উদ্দিন রাফি হত্যার মামলার এজাহারভুক্ত ২ নম্বর ও শাহদাত হোসেন শামীম ৪ নম্বর আসামি। তাদের দুজনকে গত ১২ এপ্রিল ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে পিবিআই।

সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার শ্লীলতাহানির প্রতিবাদ করায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। এ ঘটনা সারা দেশ শোকাহত। নুসরাতের হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে