‘মৃত্যুঞ্জয়ী বীর’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শনিবার রাতে ঢাকা ক্রেডিট অডিটেরিয়ামে গারো সাহিত্যের কাগজ ও প্রকাশনা থকবিরিমের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা বিজয় ম্যানুয়েল ডি প্যারেস এর মুক্তিযুদ্ধ বিষয়ক বই মৃত্যুঞ্জয়ী বীরের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আদিবাসি লেখক ও গবেষক থিওফিল নকরেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী ও বরেণ্য লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারন হাবীব। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গারো ভাষার প্রধান কবি মতেন্দ্র মানখিন, ড. আলো ডি রোজারিও, বাবু মার্কুজ গমেজ, মুক্তিযোদ্ধা মুহম্মদ আলি, অনিল ছেরাও প্রমূখ। কবি মিঠুন রাকসামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার চিঠি ও কবিতা পাঠ করেন- বাচিক শিল্পি মাহফুজুল হক হৃদয় ও রকি গৌড়ি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে