নিখোঁজের তিনদিন পর মিলল স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ

ডেস্ক রিপোর্ট

নিখোঁজের তিনদিন পর স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ মিলেছে নদীতে। রোববার সকালে ঢাকার অদূরে সাভারে ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হুমায়ুন কবির সরকার (৪০) তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ভরারী এলাকার গোলাম মোস্তফার ছেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভরারী এলাকার নিজ বাড়ি থেকে পানপাড়া এলাকায় মোবাইল ফোনে ডেকে নেন ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী পারভেজ ও তার সহযোগীরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল।রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিসেন্সের উদ্ধার কর্মীরা ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। 

তিনি আরো বলেন, তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছিল। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে। হুমায়ুন কবির সরকারের মরদেহ ময়না তদন্তের জন্য পুলিশ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। মরদেহের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে