অনলাইনে জানা যাবে স্যামসাং ফোন মেরামত খরচ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

স্যামসাং ফোন মেরামত খরচ
অনলাইনে জানা যাবে স্যামসাং ফোন মেরামত খরচ

ফোন নষ্ট হলে চিন্তার শেষ থাকে না। শুরুতেই চিন্তা আসে যে মেরামত করতে কত টাকা খরচ হবে। সেই প্রশ্নের উত্তর দিতে নতুন ওয়েবসাইট নিয়ে এল স্যামসাং।

সম্প্রতি অনলাইনে কোম্পানির বিভিন্ন ফোনের চিপসেট, ডিসপ্লে, ব্যাটারি সহ একাধিক যন্ত্রাংশের দাম প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। কোম্পানির সাপোর্ট ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যাচ্ছে।

শুরুতে নিজের স্মার্টফোন সিরিজ সিলেক্ট করে মডেল নম্বর সিলেক্ট করতে হবে। 

এই ওয়েবসাইটে গ্যালাক্সি এ, গ্যালাক্সি সি, গ্যালাক্সি জে, গ্যালাক্সি এম, গ্যালাক্সি নোট, গ্যালাক্সি অন এবং গ্যালাক্সি এস সিরিজের বিভিন্ন যন্ত্রাংশের দাম প্রকাশ করেছে স্যামসাং।

এছাড়াও কোন ফোনের ওয়ারেন্টি শেষ হলে সেই ফোনের বিভিন্ন যন্ত্রাংশ বদল করতে কত খরচ হবে এই ওয়েবসাইট থেকে তা জানা যাবে।

স্যামসাং জানিয়েছে যে কোন সময় এই যন্ত্রাংশের দাম পরিবর্তন হতে পারে। ওয়েবসাইটে লেখা দামের উপরে পণ্যপরিষেবা কর দিতে হবে গ্রাহককে। এর সঙ্গে ফোন মেরামত করার খরচ আলাদা ভাবে গ্রাহককে দিতে হবে।

তবে এই সব যন্ত্রাংশের দাম টপ ভেরিয়েন্ট মডেলের জন্য। নিজের মডেলের সঠিক দাম জানতে সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে দক্ষিণ কোরিও টেক জায়েন্ট স্যামসাং।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে