সুদানি জনগণের আন্দোলনের প্রতি ওআইসির সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

সুদানি জনগণের আন্দোলন
সুদানি জনগণের আন্দোলন। ছবি : বিবিসি

ইসলামিক সহযোগিতা সংস্থা অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সুদানের জনগণের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ।

সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়্যাহ ওআইসির একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, সুদানের জনগণ নিজেদের ভবিষ্যতের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে সবার সমর্থন জানানো উচিত। সুদানের জনগণ ও সামরিক পরিষদের নেয়া পদক্ষেপগুলোকে ওআইসি স্বাগত জানায়।

সুদানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে ওআইসির ওই বিবৃতিতে বলা হয়, সুদানি জনগণের ন্যায্য দাবিগুলো মেনে নেয়া এবং তাদের অবস্থানের প্রতি সম্মান প্রদর্শন করা সময়ের অপরিহার্য দাবি।

শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সুদানের রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানায় মুসলিম দেশগুলোর এ সহযোগী সংস্থাটি।

এর আগে শনিবার সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরব জানায়- সুদানি জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ যেসব উদ্যোগ নিয়েছে, তার প্রতি রিয়াদের সমর্থন রয়েছে।

এ সময় উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে সুদানি ভাইদের প্রতি আহ্বান জানায় সৌদি কর্তৃপক্ষ।

এছাড়া সুদানি জনগণকে পেট্রোলিয়াম পণ্য, গম ও ওষুধসহ মানবিক সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে