রাশিয়া সীমান্তের কাছে বিতর্কিত সেনা উপস্থিতি জোর করেছে ব্রিটেন। নাটো সামরিক জোটের মিশনের অংশ হিসেবে ব্রিটেন রুশ সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করেছে।
ব্রিটিশ সরকার দাবি করছে, রাশিয়ার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। ব্রিটেনের গণমাধ্যম গতকাল (সোমবার) খবর দিয়েছে যে, এস্তোনিয়ায় পাঁচটি অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ব্রিটিশ সরকারের এ পদক্ষেপে বাল্টিক দেশগুলোতে ন্যাটো বাহিনীর উপস্থিতি শক্তিশালী হবে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম গ্যাভিন বলেন, রুশ সীমান্তের কাছে সেনা মোতায়েন জরুরি ছিল কারণ রাশিয়ার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। হেলিকপ্টার মোতায়েনের মাধ্যমে ব্রিটেন পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিল বলে তিনি মন্তব্য করেন। বিটেনের এ পদক্ষেপকে ন্যাটোর বহু দেশ স্বাগত জানিয়েছে বলেও উইলিয়াম গ্যাভিন দাবি করেন।