কলমাকান্দায় উপজেলা রিসোর্স পুল মিটিং অনুষ্ঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

কলমাকান্দায় উপজেলা রিসোর্স পুল মিটিং অনুষ্ঠিত
ছবি : শেখ শামীম

নেত্রকোনা জেলার কলমাকান্দায় ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’- এ আলোকে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এডিপি প্রজেক্ট-এর আয়োজনে উপজেলা রিসোর্স পুল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলার ব্র্যাক অফিসে জেলা ব্র্যাক এর প্রতিনিধি  প্রবাল কুমার সাহার সভাপতিত্বে ও ময়মনসিংহ  সিনিয়র এরিয়া এলাকার ব্যবস্থাপক মো. আফতাব উদ্দীন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

universel cardiac hospital

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, ভেটেরিনারী সার্জন ডা. ফারুক হোসেন, ইউপির চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ, তাহেরা খাতুন, ইমাম হাফেজ খায়রুল কবীর, শিক্ষক ইলিয়াছ হোসেন কোকিল, প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, আশা আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ও ব্রাঞ্চ-এর ব্যবস্থাপক নিতাই চন্দ্র সরকার, স্হানীয় ব্র্যাক-এর ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম, খালিয়াজুড়ি ব্র্যাক-এর ব্যবস্থাপক মো. মাহফজুর  রহমান, ব্র্যাক শিক্ষা কর্মসুচী এডিপি প্রজেক্ট-এর ব্যবস্থাপক মো. হেদায়েত উল্লাহ ও নারীনেত্রী ফারহানা নাজনীন প্রমুখ।

ব্র্যাক শিক্ষা কর্মসূচি এডিপি প্রজেক্ট আয়োজনে উপজেলা রিসোর্স পুল মিটিং অনুষ্ঠানে উপজেলার নানা শ্রেণী-পেশার ৩০ জন লোক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে