কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

সারাদেশ ডেস্ক

আদালত
ফাইল ছবি

কুষ্টিয়ায় ফল ব্যবসায়ী রবিউল ইসলাম হত্যা মামলায় নুর আলম নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর আলম মাদারীপুরের রাজৈর থানার শংকরদি গ্রামের প্রয়াত আবুল হাছেনের ছেলে। নিহত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম ও আসামি নুর আলম সম্পর্কে খালাতো ভাই। চৌড়হাঁস মোড় এলাকায় মামা ভাগ্নে নামে একটি ফলের দোকান চালাতেন তারা।

universel cardiac hospital

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় নিহত ব্যবসায়ীর ফলের দোকানের পেছনে থাকা একটি ড্রামের ভিতর থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী বন্যা আক্তার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর এই ঘটনায় জড়িত অভিযোগে নুর আলমকে আটক করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামির বিরুদ্ধে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই মামলার আরেক আসামি টিপু মণ্ডলকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে