ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে নারীর গোপন ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট

দণ্ডপ্রাপ্ত সুজন ঋষি
দণ্ডপ্রাপ্ত সুজন ঋষি। ছবি : সংগৃহিত

ভ্রাম্যমাণ আদালত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুঠোফোনে এক নারীর গোপন ভিডিও ধারণ করার দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন ঋষি (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম শরিফুল হক সোমবার রাতে তাকে এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের মৃত সনাতন ঋষির ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, রাতে চট্রগাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলস্টেশনে যাত্রা বিরতি করে।

এ সময় ট্রেনের এক নারী যাত্রী প্রকৃতির ডাকে টয়লেটে যান। এ সুযোগে সুজন মুঠোফোনে ওই নারীর গোপন ভিডিও ধারণ করতে থাকে। এ সময় ট্রেনের ভিতরে থাকা অপর যাত্রীরা সুজনের ভিডিও করা দেখে ফেলে।

এরপর যাত্রীরা সুজনকে আটক করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে তাকে উল্লেখিত সাজা প্রদান করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে