বাসচাপায় পা হারানো রাসেল সিআরপি থেকে পেলেন কৃত্রিম পা

ডেস্ক রিপোর্ট

পা হারানো রাসেল
গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকার। ছবি : সংগৃহিত

গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো সেই রাসেল সরকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে কৃত্রিম পা পেয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক তার পা সংযুক্ত করেন।

universel cardiac hospital

রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সিআরপি সূত্র।

আজ পা সংযোজন করা হলেও এ পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এজন্য বিভিন্ন ধরনের অনুশীলন করতে হবে তাকে।

রাসেল সরকার রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেয়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে