মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ড, ৫ কোটি টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট

রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন বণিক সমবায় সমিতি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে পড়েছেন দুই শতাধিক ব্যবসায়ী। আগুনে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাজার কমিটি।

আজ বৃহস্পতিবার ভোরে কাঁচা বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নেভানো হয় সকাল ৯ টার দিকে।

universel cardiac hospital

মালিকবারে অগ্নিকবলিত বণিক সমবায় সমিতির বাজারটি সেমিটিনশেড ভবন ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া দোকানের মালিক ও কর্মচারিরা হাহাকার করছেন। দুই শতাধিক বিভিন্ন ধরনের দোকান পুড়ে যাওয়ায় তারা অনেকেই সর্বশান্ত হয়ে পড়েছেন।

অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে বাজারের ভেতরে কসাইখানায় রক্ষিত ৩০টি ছাগল। এছাড়া পুড়েছে দু’টি গরু, বিপুলসংখ্যক মুরগি ও মাছ।

আগুনে সব মিলিয়ে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাজার কমিটি।

আগুনে বাজারের প্রায় সব দোকান পুড়ে যায়। বেশিরভাগ দোকানের মজুদকৃত আলু, চালসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই আসন্ন রমজান উপলক্ষে বাড়তি জিনিসপত্র তুলেছিলেন। আগুনে তার প্রায় সবই নষ্ট হয়ে গেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে