বিএনপিকে নিশ্চিহ্ন করতেই খালেদা জিয়াকে আটকে রেখেছে : ফখরুল

ডেস্ক রিপোর্ট

মির্জা ফখরুল
মির্জা ফখরুল। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে বলে অভিযোগ করেছেন।

তবে এর জন্য হতাশার কিছু নেই উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি নিঃশেষ হয়ে যায়নি।

universel cardiac hospital

আজ শুক্রবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে ‘খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। ৮৬০ পৃষ্ঠার এই বইটির প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত চৌদ্দ মাস ধরে কারাগারে। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ বিএনপিনেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপি অতীতেও প্রতিটি সংকটে উঠে দাঁড়িয়েছে। এবারো বিএনপি ঘুরে দাঁড়াবে।

খালেদা জিয়াকে নিয়ে লেখা বইটির মূল্য দুই হাজার টাকা। তবে অনুষ্ঠানস্থলে এক হাজার টাকায় বিক্রি করা হয় সেটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে