মসিক নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে প্রার্থীরা

ডেস্ক রিপোর্ট

মসিক নির্বাচনে প্রচারে প্রার্থীরা
মসিক নির্বাচনে প্রচারে প্রার্থীরা। ছবি : সংগৃহিত

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু করেছে।

আগামী ৫ মে সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু নির্বাচিত হয়েছেন।

universel cardiac hospital

জানা যায়, প্রতীক পেয়ে আজ শুক্রবার বিভিন্ন এলাকায় প্রার্থীরা মাইকিং, মিছিল, সমাবেশ, মোটর শোভাযাত্রা, পোস্টার, লিফলেট বিতরণসহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মসজিদে জুমার নামাজ শেষে প্রার্থীর সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭০ জন নারী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন।

প্রতীক বরাদ্দের পর সাদা-কালো পোস্টার আর লিফলেট ছাপার কাজে নেমে পড়েছেন প্রার্থীরা। ইতোমধ্যে বিভিন্ন সড়কে পোস্টার ঝোলানো শুরু হয়েছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

এ নির্বাচনে ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১২৭টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে