নারায়ণগঞ্জে ঘুড়ি উৎসব

সংস্কৃতি ডেস্ক

বাহারি রঙের ঘুড়ি উৎসব
বাহারি রঙের ঘুড়ি উৎসব

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নির্মিত শেখ রাসেল পার্কে বাহারি রঙের ঘুড়ি উৎসবের আয়োজন করেছে উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আজ  শনিবার বিকেলে বর্ণাঢ্য রঙের ঘুড়ি নিয়ে উৎসবে মেতে উঠে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা।

universel cardiac hospital

এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোর বড়-ছোটদের ঘুড়ি নিয়ে চারিদিক ছোটাছুটিতে পার্কে উৎসব ছড়িয়ে পড়ে।

উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার জানান, পরিবারের সদস্যদের নিয়ে একটি বিকাল কাটানোর জন্য এই ভিন্ন রকমের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 বিভিন্ন পশু-পাখি আকারে ঘুড়ি নিয়ে আয়োজনে উৎসবে পার্কের আকাশ হয়ে উঠে বাহারি রঙের। সংগঠনে সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবে উপস্থিত ছিলেন উল্লাস সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ, সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সহসভাপতি মাসুদুর রহমান মাসুদসহ অনেকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে