পতেঙ্গায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে মাহফুজুর রহমান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর কারণ হিসেবে সমুদ্র সৈকতের ভাসমান দোকানের কাঁকড়া ভাজা খাওয়াকে দায়ী করা হচ্ছে।

universel cardiac hospital

এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পাওয়া না গেলেও ওই দোকানের কাঁকড়া খেয়ে মাহফুজের আরেক বন্ধু অসুস্থ হয়ে নগরের আগ্রবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে দুই বন্ধু পতেঙ্গা সমুদ্রপাড়ে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

নিহত মাহফুজুর রহমান চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং নগরীর বহদ্দারহাট এক কিলোমিটারে তার বাসা।

নিহতের পরিচিত সালাহউদ্দিন সিকদার শিবলু জানান, পতেঙ্গায় গিয়ে ভাসমান দোকান থেকে মাহফুজ ও তার বন্ধু কাঁকড়া ভাজা কিনে খান। এর পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন।

এ সময় মাহফুজের শ্বাসকষ্ট বেড়ে যায়। আর তার বন্ধুর নাকে-মুখে ফেনা চলে আসে। দ্রুত সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিএমপির পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া জানান, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে