বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে বাংলাদেশকে নেতৃত্বে দেবেন মিসরাত জাহান মৌসুমী।
আজ শনিবার মৌসুমীকে অধিনায়ক ও মারিয়া মান্দাকে সহ-অধিনায়ক করে ২২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে।
প্রথমবারের মতো বাফুফে আয়োজন করতে যাচ্ছে মেয়েদের বহুজাতিক কোনো টুর্নামেন্ট। আসরে স্বাগতিক বাংলাদেশ সহ খেলবে ৬টি দল।
স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী- সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। ‘এ’ গ্রুপের তিন দল- মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।
২২ এপ্রিল আসরের উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কিরগিজস্তানের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৬ এপ্রিল। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ২৯ ও ৩০ এপ্রিল। ফাইনাল ৩ মে।
২২ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক: রূপনা চাকমা, মাহমুদা আক্তার, ইয়াসমিন আক্তার
ডিফেন্ডার: মাসুরা পারভীন, নার্গিস খাতুন, আঁখি খাতুন, শিউলি আজিম, মিসরাত জাহান মৌসুমী (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, নিলুফার ইয়াসমিন নিলা, নাজমা আক্তার।
মিডফিল্ডার: মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), মনিকা চাকমা, ইসরাত জাহান রত্না, মার্জিয়া, রাজিয়া খাতুন।
ফরোয়ার্ড: সানজিদা খাতুন, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, শানসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন, তহুরা খাতুন, মোসাম্মত সুলতানা।