প্রখ্যাত লোকসংগীত শিল্পী অমর পাল আর নেই

সংস্কৃতি ডেস্ক

প্রখ্যাত লোকসংগীত শিল্পী অমর পাল
প্রখ্যাত লোকসংগীত শিল্পী অমর পাল। ছবি : সংগৃহিত

প্রখ্যাত লোকসংগীত শিল্পী অমর পাল আর নেই। আজ শনিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বাংলায় লোকসংগীতকে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী তার দীর্ঘ সঙ্গীতময় জীবনে একাধিক পুরস্কারে সম্মানীত হয়েছেন। তাকে সঙ্গীত নাটক এ্যাকাডেমি পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের লালন পুরস্কারও।

কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো স্বনামধন্য মানুষদের সঙ্গে। গান করার পাশাপাশি বহু বাংলা ছবিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।

১৯২২ সালে অবিভক্ত বাংলার ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন অমর পালের। ছোট থেকেই মা দুর্গাসুন্দরী পালের কাছ থেকে নিয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ভারতের স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালে তিনি চলে যান কলকাতায়। ১৯৫১ সালে তার প্রথম গান সম্প্রচারিত হয় আকাশবাণীতে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে