আওয়ামী লীগ নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব জমা দিল

ডেস্ক রিপোর্ট

নির্বাচন
ফাইল ছবি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচন কমিশনে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ রিপোর্ট জমা দেন।

universel cardiac hospital

পরে এইচ টি ইমাম জানান, নির্বাচনে প্রতিবার অনেক আসনে প্রার্থীদের অনুদান দেয়া হলেও এবার তা দেয়া হয়নি।

এইচ টি ইমাম বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব নিকাশ দাখিল করেছিলেন। ২০১৪ সালে আমরা দাখিল করেছি, পূর্ব নিয়ম অনুযায়ী আজ আমরা দাখিল করছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের কথা, গর্বের কথা।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচন কমিশনকে সকল বির্তকের উর্ধ্বে রেখে, একে শক্তিশালী করার জন্য যা কিছু প্রয়োজন করে চলেছে। 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে