‘ফিলিপাইন কর্ণার দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করবে’

ডেস্ক রিপোর্ট

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘ফিলিপাইন কর্ণার বাংলাদেশের পাঠকদের ফিলিপাইনের সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অবস্থা সম্পর্কে জানতে সহায়তা করবে। অধিকন্তু এটি ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করবে।’

প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের রেফারেন্স কক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ফিলিপাইন কর্ণার (Filipiniana Section) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে ফিলিপাইন কর্ণার স্থাপনের জন্য ফিলিপাইনের রাষ্ট্রদূত, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে এসময় আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে দেশের গণগ্রন্থাগারসমূহের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি লাইব্রেরি প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে গণগ্রন্থাগার অধিদপ্তর। তাছাড়া পাঠকদের অনলাইন সেবা প্রদান তথা ডিজিটাল লাইব্রেরি সিস্টেম প্রতিষ্ঠার জন্যও প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে গণগ্রন্থাগারসমূহের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।’

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও বান্দিলো (Vicente Vivencio T. Bandillo)। স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ হারুন পাশা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে