গাজীপুরে বালু নদী থেকে ৮০টি মাটির কলসি ভর্তি মদ উদ্ধার করেছে পুলিশ।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, শহরের উজিরপুরা সাতানীপাড়া এলাকায় শনিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ওসি বলেন, মাদক বিক্রেতাদের একটি চক্র বালু নদীতে নৌকায় করে দীর্ঘদিন ধরে মদ তৈরি করে আসছিল। নৌকার উপরে আগুনে জ্বাল দেওয়ার পর মদ কলসি ভর্তি করে পানির নিচে সংরক্ষণ করা হত। পরে নৌকায় করেই এসব মদ বিক্রি করা হতো।
অভিযানের সময় নদীর গভীরে পানির নিচ থেকে ৮০টি মাটির কলসি ভর্তি মদ উদ্ধার করা হয়; যার প্রতিটিতে আনুমানিক ৪০/৫০ লিটার করে মদ রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এ সময় স্থানীয়রা মদ তৈরির চারটি নৌকায় আগুন ধরিয়ে দেন।
পূবাইল থানার এসআই জামিল উদ্দিন রাশেদ জানান, বালু নদীর আরও ৫/৭টি জায়গায় এভাবে মদ তৈরি করে পানির নিচে রাখা হয়েছে। পর্যায়ক্রমে ওইসব জায়গায় অভিযান চালানো হবে।