রাশিয়ান টিভি চ্যানেলে সংবাদ উপস্থাপনায় রোবট

ডেস্ক রিপোর্ট

রোবট
রোবট । ছবি- রশিয়া ২৪

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল রশিয়া ২৪-এ সংবাদ পাঠ করতে আনা হয়েছে রোবট। সংবাদ উপস্থাপনায় অ্যালেক্স নামের এই রোবটের আবির্ভাবে অবশ্য বিব্রত হয়েছেন অনেক দর্শক।

আবার অনেকেই একে রাজনৈতিক প্রচারণা চালানোর জন্য দায়ী করেছেন– খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

চ্যানেলটিতে অনেক বিষয় নিয়ে কথা বলেছে অ্যালেক্স। এর মধ্যে ছিল পারমাণবিক প্রযুক্তি, মাইক্রো-ফিন্যান্স এবং কৃষি।এ ছাড়া চরমপন্থী ইলিয়া ইয়াশিনকে নিয়েও খবর পড়ে অ্যালেক্স, যাতে নাখোশ হয়েছেন অনেক গ্রাহক।

নতুন এই রোবট সংবাদ উপস্থাপক নিয়ে টুইটারেও মন্তব্য করেছেন অনেকে।

এ বিষয়ে একজন টুইটারে বলেন, “রশিয়া ২৪-এর নতুন উপস্থাপক রোবট অ্যালেক্সের সঙ্গে পরিচিত হোন। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রচারণার মেধা এবং ভুয়া সংবাদ প্রস্তুতকারক সবই পাচ্ছেন এক বাক্সে।”

কৌতুক করে আরেক গ্রাহক বলেন, “অ্যালেক্স, আপনাকে যদি তারা আটক করে রেখে থাকে এবং মদ্যপানে বাধ্য করে, লাইভে এসে তিনবার চোখ টিপ দিন।”

রোবটটি বানিয়েছে প্রোমোবট নামের এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সেই ইউহাওভের নামেই নামকরণ করা হয়েছে রোবটটির।

বর্তমান সংস্করণটি শুধু মুখ নাড়াতে পারলেও ভবিষ্যতে এটি অন্যান্য অঙ্গও নাড়াতে পারবে বলে বিশ্বাস প্রোমোবটের।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে