শ্রীলঙ্কায় বোমা হামলা : ৭ সন্দেহভাজন আটক, মৃতের সংখ্যা বেড়ে ২০৭

আন্তর্জাতিক ডেস্ক

বিস্ফোরণের পর শ্রীলঙ্কার একটি গির্জা
বিস্ফোরণের পর শ্রীলঙ্কার একটি গির্জা। ছবি : টুইটার

শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও পাঁচ তারকা তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় ৩৫ বিদেশিসহ অন্তত ২০৭ জন নিহত ও ৪ শতাধিক আহত হয়েছেন।

এ ঘটনায় ৭ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে এ অভিযানে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।

এখনও পর্যন্ত কমপক্ষে ৮টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

বিবিসির প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, পুলিশ আরও বিস্ফোরণের আশঙ্কা করছে। লোকজনকে আতঙ্কিত না হয়ে যার যার বাসার ভেতর থাকতে বলা হয়েছে।

এদিকে বিবিসি বাংলার প্রকাশিত খবরে জানা যায়, বোমা বিস্ফোরণের ঘটনায় মোট ৭ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এছাড়া আরও জানা যায়, শ্রীলঙ্কান সরকার নিশ্চিত করেছে অধিকাংশ বিস্ফোরণই ছিল আত্মঘাতী হামলা এবং একটি গোষ্ঠীই হামলাগুলো চালিয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে