ভয়াবহ হামলার প্রেক্ষিতে শ্রীলঙ্কায় দেশজুড়ে চলছে কারফিউ। তার সঙ্গে ২২ এপ্রিল সোমবার ও ২৩ এপ্রিল মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে প্রেসিডেন্সিয়াল সেক্রেটারি।
এছাড়া আরও হামলার আশঙ্কায় লোকজনকে ঘর থেকে বের হতে বারণ করা হয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে নিউজ ফার্স্ট ডট লঙ্কা জানিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই হামলায় নিহতের সংখ্যা ২১৫ জনে দাঁড়িয়েছে। বহু মানুষ আহত হয়েছেন।