শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে একাধিক বিস্ফোরণে ৮০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

বিস্ফোরণের পর শ্রীলঙ্কার একটি গির্জা।
বিস্ফোরণের পর শ্রীলঙ্কার একটি গির্জা। ছবি: টুইটার

শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও হোটেলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার (২১ এপ্রিল) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইস্টার সানডে উদ্‌যাপনের সময় এই ‘সিরিজ’ বিস্ফোরণের ঘটনা ঘটল।

বিবিসি খবরে বলা হয়, একাধিক গির্জা ও হোটেলে কমপক্ষে ছয়টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

universel cardiac hospital

নাম প্রকাশ না করে একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮০ জন ব্যক্তি আহত হয়ে কলম্বোর হাসপাতালে ভর্তি হয়েছেন।

খ্রিষ্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে