শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় ২ বাংলাদেশি নিখোঁজ

প্রবাস ডেস্ক

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা। ছবি : ইন্টারনেট

ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ বোমা হামলায় দুই শতাধিক নিহত হওয়ার ঘটনায় দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন এই তথ্য।

নিখোঁজ দুই বাংলাদেশির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক, অন্যজন শিশু। চার সদস্যের পরিবারটি শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল বলে জানা গেছে।

universel cardiac hospital

প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি, তারা কোনো হোটেলে বা হাসপাতালে রয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

স্থানীয় সময় রোববার সকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জায় ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনারত খ্রিষ্টানদের ওপর এবং তিনটি পাঁচতারকা হোটেলে সিরিজ বোমা হামলায় দেড় শতাধিক নিহত হন। আহত হয়েছেন পাঁচ শতাধিক।

ভয়াবহ বোমা হামলার ঘটনায় কোনো বাংলাদেশি আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। নম্বরটি হলো +৯৪১১৭৩৯৯৪৫৩।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে