ইমেজ অ্যাপ গুগল ফটোসে প্রয়োজনীয় একটি ফিচার এনেছে গুগল। এই ফিচারের আওতায় ব্যবহারকারীরা গ্যালারি ভিউতে গিয়ে চিহ্ন দেখে বুঝতে পারবেন গুগল ফটোসে কোন ছবি বা ভিডিওর ব্যাকআপ নেই। ব্যাকআপ না থাকলে প্রয়োজন বুঝে ছবি বা ভিডিও আপলোড করা যাবে। কোনো ছবি বা ভিডিওর ব্যাকআপ না থাকলে ম্যানুয়ালি ব্যাবহারকারীরা তা আপলোড করতে পারবেন। এতে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ না হলেও সমস্যায় পড়তে হবে না ব্যবহারকারীদের।
এছাড়াও, নতুন আপেটের ফলে ফোল্ডেবল ডিভাইসের জন্য গুগল ফটোস সাপোর্ট পাওয়া যাবে। যেমন একটি স্ক্রিনে গুগল ফটোস অ্যাপ খুললে তা অন্য স্ক্রিনও সমন্বয় করে দেখাতে পারবে। এর সঙ্গে নতুন কিছু সুবিধাও পাওয়া যাবে ফোল্ডেবল ফোনের গুগল ফটোস অ্যাপে।গত মাসে সরাসরি ছবি তুলে তা ক্রপ করার ফিচার যুক্ত করা গুগল ফটোসে। এই ফিচার ব্যবহারের ফলে স্ক্যানিং অ্যাপের আর প্রয়োজন হবে না। সরাসরি ছবি তুলেই বিভিন্ন ছবির ব্যাকআপ রাখা যাবে।
I want to bring back the pictures of my previous.