শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পড়াশোনা আমাদের পুরো জগৎ সম্পর্কে জ্ঞানের দরজা খুলে দেয়। মনের জগৎকে প্রসারিত করে। এ কারণে পড়াশোনা না করলে মানবজীবনের অর্থটা সংকীর্ণ হয়ে ওঠে। সৃষ্টিকর্তা যে অসীম সম্ভাবনা দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার সার্থকতা অনেকখানি কমে যায়।
সোমবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রফেসর কামরুন নাহার বেগম রচিত ‘আমার দেখা অস্ট্রেলিয়া, এশিয়া ও ইউরোপের ১৩টি দেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, স্রষ্টা অসীম সম্ভাবনা দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। দেশ-বিদেশ ঘুরে, ভ্রমণ কাহিনী পড়ে আমাদের জ্ঞানের পরিধিকে বিস্তৃত করতে হবে। সৃষ্টিকর্তার বিস্ময়কর সৃষ্টিকে জানতে হবে।
শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রমুখ।