মে দিবসে আবারও আসছে ফকির আলমগীরের সখিনা!

ডেস্ক রিপোর্ট

গণসঙ্গীতের কিংবদন্তী গায়ক ফকির আলমগীর। অসহায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি। দীর্ঘ কেরিয়ারে জোরালো কণ্ঠে ধারণ করেছেন অনেক গান। তবে ফকির আলমগীরের নাম উচ্চারিত হলেই যেই গানটি সবার মাথায় প্রথমেই আসে, সেটা হচ্ছে- ‘ও সখিনা গেছস কিনা ভুইলা আমারে’। এই গান শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর।

মজার ব্যাপার হচ্ছে, দীর্ঘ দিন পর আবারও ফকির আলমগীরের গানে উঠে এসেছে সখিনার নাম। নতুন এই গানের নাম ‘ভালোবাসা তুমি’। ১ মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে তৈরি হয়েছে এই গান। 

universel cardiac hospital

‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা/ ভালোবাসা তুমি আপোষের কাছে বন্দী মানবতা/ ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন/ ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন’- এমন কথায় গানটি লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ। সুর করেছেন মুরাদ নূর এবং সঙ্গীতায়োজন করেছেন অভিজিৎ জিতু।

অনেকদিন পর নতুন মৌলিক গান প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘দীর্ঘদিন পর বিশেষ দিবসে মৌলিক গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাবো।’


গীতিকার লিমন আহমেদ ও কিংবদন্তী গায়ক ফকির আলমগীর

এই গান নিয়ে গীতিকার লিমন আহমেদ বলেন, ‘আমাদের এই গান বিশ্বের সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধার নিবেদন। খানিকটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি মানুষ নিজেকে শ্রমিক হিসেবে মূল্যায়ণ করে একে অপরের অধিকার ও প্রাপ্য সম্মানের প্রতি সচেতন থাকার প্রেরণা পাবেন। ’

গানটি নিয়ে মুরাদ নূর বলেন, ‘সবসময় মানুষের কল্যাণে বিশেষ কাজ আমাকে আনন্দ দেয়। আর বাংলার গণসংগীত মানেই ফকির আলমগীর। অনেকদিনের স্বপ্নের ফসল এই গান। ফকির ভাই, লিমন ও জিতুর প্রতি কৃতজ্ঞতা। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

গানটির আয়োজক মুরাদ নূর জানান ১ মে মহান মে দিবসে ‘ভালোবাসা তুমি’ গানটির ভিডিও সিডি ভিশনের ইউটিউবসহ সকল ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে