এ পর্বটি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কাছে বড় পরীক্ষা। কারণ দেশজুড়ে ৬২টি কেন্দ্রে লড়াই করতে হবে গেরুয়া শিবিরের প্রার্থীদের।
ভারতে চলমান লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট আগামীকাল মঙ্গলবার। এ পর্বে দেশের ১৫ রাজ্যের ১১৭ টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে।
জানা যায়, এ পর্বটি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির কাছে বড় পরীক্ষা। কারণ দেশজুড়ে ৬২টি কেন্দ্রে লড়াই করতে হবে গেরুয়া শিবিরের প্রার্থীদের।
গত লোকসভা নির্বাচনেও তৃতীয় পর্বে ১১৫ টি আসনের মধ্যে ৬২ টি আসনে জয় পেয়েছিল তারা। অন্য বড় দলগুলির মধ্যে কংগ্রেস পেয়েছিল ১৬ টি আসন, সিপিআই ৭, বিজেডি ৬ সমাজবাদী পার্টি (সপা) তিনটি আসনে জয় পায়।
স্বাভাবিকভাবেই কেন্দ্রে সরকার গঠনে এ পর্বের জয়-পরাজয় যে কোনো রাজনৈতিক দলের কাছেই অনেক বেশি নির্ভর করবে।
এ পর্বেই দুইটি বড় দল-বিজেপি ও কংগ্রেসের সভাপতিরা লড়াই করছেন। একদিকে এবারই প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে প্রার্থী হয়েছেন অমিত, অন্যদিকে কেরালার ওয়ানার কেন্দ্রের প্রার্থী হয়েছেন রাহুল (যদিও এবারের নির্বাচনে ওয়ানার কেন্দ্রের উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্র থেকেও লড়াই করছেন রাহুল)।
এ দফার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে সোমবার। ভোটারদের মন কাড়তে প্রচারের শেষ দিনে গান্ধীনগরে বিশাল রোড শো করেন অমিত শাহ। অন্যদিকে ওয়ানাড়ে ভাই রাহুলের হয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী শুধু প্রচারণায়ই করেননি পাশাপাশি বারাণসী কেন্দ্রে মোদির বিপক্ষে প্রার্থী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
অমিত শাহ ও রাহুল গান্ধী ছাড়াও এ দফায় আরও একাধিক হেভিওয়েট প্রার্থীর লড়াই দেখা যাবে-এর মধ্যে সমাজবাদী পার্টি (সপা) প্রধান মুলায়ম সিং যাদব, কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার, সপা নেতা আজম খান, বিজেপির বরুণ গান্ধী, বিজেপি প্রার্থী অভিনেত্রী জয়াপ্রদা, সিনিয়র কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, তিরুবন্তপুরমে কংগ্রেস প্রার্থী শশী থারুর, লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদব, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে প্রমুখ।
এদিকে, এ দফায় পশ্চিমবঙ্গে পাঁচটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এগুলি হলো বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। পাঁচটি কেন্দ্রেই এবার বহুমুখী লড়াই হচ্ছে।
খবরে প্রকাশ, এ দফায় পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ৮০,২৩,৮৫২ জন। মোট প্রার্থী আছেন ৬১ জন।
বলুরঘাটে লড়াইয়ে আছেন বর্তমান সাংসদ তৃণমূলের অর্পিতা ঘোষ, বিজেপির সুকান্ত মজুমদার, কংগ্রেসের সাদিক সরকার। তবে এখানে এবার সিপিআইএম প্রার্থী তাদের প্রার্থী দেয়নি।
মালদা উত্তর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন কংগ্রেসের সাবেক সাংসদ মৌসম নুর, বিজেপির খগেন মুর্মু, কংগ্রেসের ইশা খান চৌধুরী এবং সিপিআইএম-এর বিশ্বনাথ ঘোষ। মালদা দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের মোয়াজ্জেম হোসেন, বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী, কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। এ কেন্দ্রে সিপিআইএম তাদের প্রার্থী দেয়নি।
জঙ্গিপুরে বর্তমান সাংসদ কংগ্রেসের অভিজিৎ মুখার্জির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, বিজেপির মাফুজা খাতুন এবং সিপিআইএম-এর প্রার্থী জুলফিকর আলি। মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির হুমায়ুন কবীরের বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূলের আবু তাহের খান, কংগ্রেসের আবু হেনা এবং সিপিআইএম-এর বদরুজ্জামান খানকে।
বিগত দুই দফার নির্বাচনে রাজ্যের অধিকাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকলেও এবার পাঁচটি কেন্দ্রেই প্রায় ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন রাখা হবে।
তৃতীয় দফায় গুজরাটের (২৬), কেরালা (২০), কর্নাটক (১৪), মহারাষ্ট্র (১৪), উত্তরপ্রদেশ (১০), ছত্তিশগড় (৭), ওড়িষ্যা (৬), বিহার (৫), পশ্চিমবঙ্গ (৫), অসম (৪), গোয়া (২), দাদরা এবং নগর হাভেলি (১), দমন এবং দিউ (১), জম্মু-কাশ্মীর (১), ত্রিপুরা (১) টি আসনে ভোট নেওয়া হবে। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনও যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে। ভোট সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৬টা পর্যন্ত।