প্যান্ট ঝড়ে উড়ে গেল রাজস্থান রয়্যালস

ক্রীড়া ডেস্ক

৩৬ বলে অপরাজিত ৭৮ রান করার পথে রিশভ প্যান্ট
৩৬ বলে অপরাজিত ৭৮ রান করার পথে রিশভ প্যান্ট।ছবি: টুইটার

আজিঙ্কা রাহানের অনবদ্য সেঞ্চুরিকে ম্লান করে দিল রিশব প্যান্টের ঝড়ো ব্যাটিং। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েও শেষ হাসি হাসতে পারেননি রাজস্থানের পক্ষে সেঞ্চুরি হাঁকানো আজিঙ্কা রাহানে।

রাজস্থান রয়্যালসের দেয়া ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখেই ৬ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রেয়াস আয়ার বাহিনী। এ জয়ের ফলে চেন্নাইকে সরিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল দিল্লি ক্যাপিটালস।

খেলায় রিশভ প্যান্ট ৩৬ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসটি ছিল ৬টি চার আর ৪টি ছক্কায় সাজানো।

১৯ তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকান রিশাভ পান্ট। শেষ ওভারে মাত্র ছয় রান প্রয়োজন ছিল দিল্লী ক্যাপিটালসের। প্রথম বলে প্রান্ত বদল করে কলিন ইনগ্রাম স্ট্রাইক দেন রিশাভ পান্টকে। মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রিশাভ পান্ট।

সংক্ষিপ্ত স্কোর: রাজস্থান রয়্যালস ১৯১/৬, ২০ ওভার

রাহানে ১০৫, স্মিথ ৫০, বিনি ১৯

রাবাদা ২/৩৭, ইশান্ত ১/২৯, অক্ষর ১/৪১

দিল্লী ক্যাপিটালস ১৯৩/৪, ১৯.২ ওভার

পান্ট ৭৮*, ধাওয়ান ৫৪, পৃথ্বী ৪২

গোপাল ২/৪৭, পরাগ ১/২৫, কুলকারনি ১/৫

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে