তুরাগ তীরে ১০০ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট

তুরাগতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযান
তুরাগতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটির অভিযান। ফাইল ছবি

বিআইডব্লিউটিএ ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে আজ মঙ্গলবার ৩১তম দিনের অভিযানে তুরাগের তীর থেকে প্রায় ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় নদীর জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বায়িং হাউজ, সরকারি প্রতিষ্ঠানের প্রাচীর, কাঁচাবাজারসহ ছোটবড় আবাসিক স্থাপনা। এছাড়া নিলামে তুলে বিক্রি করা হয় দুটি বালির গদি।

universel cardiac hospital

বিআইডব্লিউটিএ ৪ দিন বিরতির পর মঙ্গলবার তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে। আজকের অভিযানে গুঁড়িয়ে দেয়া হয় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি বায়িং হাউজ। উচ্ছেদ করা হয় আবদুল্লাহপুর সুইচগেট এলাকার একটি কাঁচাবাজারের অংশবিশেষ। বাদ পড়েনি সরকারি স্থাপনাও।

বিআইডব্লিউটিএ বলছে, নদীর জায়গা উদ্ধারে প্রতিষ্ঠানের মালিকানা বিবেচ্য নয়।

এদিকে, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বেশ কিছু প্রতিষ্ঠানে স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না। আইনিভাবে লড়াই করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।

অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা দুটি বালির গদি নিলামে তুলে ১৪ লাখ ২৮ হাজার টাকা বিক্রি করা হয়। ৩১ দিনের অভিযানে বুড়িগঙ্গা ও তুরাগ পাড় থেকে উচ্ছেদ করা হয়েছে ৩ হাজার ২০০টির বেশি অবৈধ স্থাপনা। উদ্ধার করা হয়েছে ৮২ একরের বেশি জায়গা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে