নীলফামারীতে মাহফিলে উসকানিমূলক বক্তব্য, ৩ জন গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

নীলফামারী
নীলফামারী

নীলফামারীর ডোমারে গত শনিবার বিকেলে তাফসিরুল কোরআন মাহফিলে সরকার ও আওয়ামী লীগকে কটাক্ষ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে ডোমার থানা পুলিশ। 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের আমিনিয়া বায়তুল মসজিদ মাঠ প্রাঙ্গণে শনিবার বিকেলে তাফসিরুল কোরআন মাহফিলে যশোরের প্রধান মুফাচ্ছির অধ্যাপক তৈয়বুর রহমান (৫৬) সরকার ও আওয়ামী লীগকে কটাক্ষ করে উসকানিমূলক বক্তব্য দেন। 

মাহফিলের বিশেষ অতিথি ও ডোমার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করিমুল ইসলাম তাঁর বক্তব্যের প্রতিবাদ করেন।

universel cardiac hospital

এতে ক্ষুব্ধ হয়ে অধ্যাপক তৈয়বুর রহমান তড়িঘড়ি করে চলে গেলে হট্টগোল শুরু হয়। শ্রোতারা করিমুল ইসলামের ওপর চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাঁকে উদ্ধার করে। 

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আব্দুল হামিদ হোসাইনি, শামসুদ্দিন হোসাইনি ও আনোয়ারুল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রফিক জানান, এ ঘটনায় করিমুল ইসলাম ১০ জনের নামে মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে