উচ্ছেদ অভিযানে রেল সেতুর নির্মাণ কাজ বন্ধ করল বিআইডব্লিউটিএ

ডেস্ক রিপোর্ট

বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান
বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান। ফাইল ছবি

বিআইডব্লিউটিএ রাজধানীর চারপাশের নদীগুলো দখলমুক্ত করার অব্যাহত অভিযানে টঙ্গীর তুরাগ তীরে দুটি মার্কেটসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে।

তৃতীয় পর্বের তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে গুঁড়িয়ে দেয়া হয় একটি কাঁচাবাজারও। বন্ধ করে দেয়া হয় টঙ্গী রেল সেতুর নির্মাণ কাজ।

universel cardiac hospital

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের পাশেই তুরাগের তীর দখল করে গড়ে উঠেছিল এ দুটি মার্কেট।

আজ বুধবার বিআইডব্লিউটিএর ৩২তম দিনের অভিযানের শুরুতেই গুঁড়িয়ে দেয়া ৫তলা ও তিন তলা বাণিজ্যিক ভবন দুটি।

এদিন উচ্ছেদ করা হয় টঙ্গী কাঁচাবাজারসহ ছোট বড় অর্ধশতাধিক বাণিজ্যিক স্থাপনা। আর নদীর নাব্য সঙ্কট সৃষ্টি ও বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া নির্মাণ কাজ করায় ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেল প্রকল্পের অধীনে সেতুর কাজ বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় টঙ্গীর আরিচপুর এলাকার ৭টি আবাসিক স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে যায় বিআইডব্লিউটিএর ভেকু।

এদিকে, অভিযান পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানান, উচ্ছেদ হওয়া জায়গা দখলমুক্ত রাখতে নজরদারি রয়েছে।

অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা বাজারের মাছ নিলামে তুলে বিক্রি করা হয় ১ লাখ ৮০ হাজার টাকায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে