পিছিয়েছে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

ক্রীড়া ডেস্ক

পিছিয়েছে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল
ফাইল ছবি


বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে।

আগামী ৩ মে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু একদিন পেছানো হয়েছে ফাইনালের সূচি।

অর্থ্যাৎ, পরদিন ৪ মে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টুর্নামেন্টটির ফাইনাল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আজ বুধবার বিকেলে ফাইনাল পেছানোর কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি প্রদানের জন্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে।

ফাইনালে প্রধানমন্ত্রী থাকবেন

বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে।

২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। উদ্বোধন ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও বাংলাদেশ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে