মিয়ানমারে ভূমিধসে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে ভূমিধসে ৫০ জন নিহত
মিয়ানমারে ভূমিধসে ৫০ জন নিহত। ছবি : ইন্টারনেট

মিয়ানমারে ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে জেড খনিতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এ সময় খনিতে ঘুমিয়ে থাকা শ্রমিকরা ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারায়। দরিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত।

universel cardiac hospital

খবরে প্রকাশ, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের ম উন কালায় গ্রামে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।

স্থানীয় প্রশাসন খনি ধসের এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে।

দারিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্ত লাগোয়া কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে