সিরিজ বোমা হামলার দায় নিয়ে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

নিহতদের গণকবরের একটি অংশ
নিহতদের গণকবরের একটি অংশ। ফাইল ছবি

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে কয়েকটি চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা হামলার দায় নিয়ে দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফেরনান্দো পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।

সচিব বলেন, নিজের কাজে কোনো ব্যর্থতা ছিল না, তিনি প্রতিরক্ষা সচিব হিসেবে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের ব্যর্থতার দায়ভার গ্রহণ করেছেন।

ইস্টার সানডেতে বোমা হামলায় অন্তত ৩৫৯ জন নিহত হয়েছেন এবং ৫০০ জন আহত হয়েছেন।

এর আগে বুধবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা দেশটির পুলিশের প্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানায়, এ হামলার ঘটনায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে