ভিসি ইমামুল হককে অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।
টানা অনশনে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা লোকমান হোসেন জানান, ভিসিকে অপসারণের দাবিতে বুধবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচির শুরু হয়, যা শুক্রবারেও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে শিক্ষকসহ ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ার দেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন কর্মসূচি নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আসাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তবে পুলিশ বলছে, তাকে প্রশাসনিক কারণে সরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীদের অবগত না করায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে ভিসি কটূক্তি করলে আন্দোলন আরও বেগবান হয়। টানা এক মাসের বেশি সময় শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত রয়েছে।