কুতুবদিয়ায় ‘গোলাগুলিতে ২ জলদস্যু’ নিহত

সারাদেশ ডেস্ক

কক্সবাজারের কুতুবদিয়ায় জলদস্যুদের দুইপক্ষে গোলাগুলিতে দুই জলদস্যু নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর হবে।

universel cardiac hospital

উপজেলার লেনশ্যাখালী এলাকার দরবারঘাট সংলগ্ন বেড়িবাঁধে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানিয়েছেন।

তিনি জানান, জলদস্যুদের দুইপক্ষের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। এসময় দুই জলদস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর পুলিশকে লক্ষ্য করে জলদস্যুরা ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।

এসময় জলদস্যুদের গুলিতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেন ওসি দিদারুল।

আহত কনস্টেবল সাইদুল ইসলাম (২৩) ও তাপস বড়ুয়াকে (২৪) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে