কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সারাদেশ ডেস্ক

কুষ্টিয়া

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ রফিক উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

পুলিশের দাবি, রফিক উদ্দিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। 

universel cardiac hospital

বৃহস্পতিবার রাত ৩টার দিকে এই ‘বন্ধুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত রফিক কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী গ্রামের দাউদ আলীর ছেলে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এই ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে ভাদালিয়া এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি টিম ঘটনাস্থলে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রফিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে