বঙ্গমাতা গোল্ডকাপে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দল
বাংলাদেশ দল

বাংলাদেশ বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ডকাপে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন সানজীদা আক্তার ও কৃষ্ণা রানি সরকার।

নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছিল মেয়েরা।

‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে কিরগিজস্তান।

পুরো ম্যাচেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলেছে বাংলাদেশের মেয়েরা। তবে একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে বাংলাদেশ।

মাত্র ৩০ সেকেন্ডে গোল করে এই টুর্নামেন্টে দ্রুততম গোলের রেকর্ড গড়েন সানজিদা। কৃষ্ণার শট কিরগিজস্তানের গোলরক্ষকের হাত থেকে ছুটে গেলে সুযোগ হাতছাড়া করেননি সানজিদা। বল জালে পাঠিয়েই উচ্ছ্বাস ছড়িয়ে দেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে।

বদলি খেলোয়াড় মার্জিয়া। ৩৬তম মিনিটে মার্জিয়ার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে। শেষ দিকে সানজিদা ঠিকঠাক প্লেসিং করতে ব্যর্থ হলে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কৃষ্ণার শট বাইরের জাল কাঁপানোর পর ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। ডান দিক থেকে সানজিদার ক্রস গোলরক্ষক ঠিকঠাক ফেরাতে পারেননি। বল তার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর হেডে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা।

৬৮ মিনিটে গোলরক্ষক রুপনার ভুলে ব্যবধান কমাই কিরগিজস্তান। বক্সের ডান প্রান্ত থেকে আখমাতকুলুভার শট রুপনার হাত ফসকে জালে জড়িয়ে যায়।

কিন্তু এর পরেও বেশ কয়েকবার গোল ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু শেষ হয়নি। ব্যবধান বাড়েনি।

বয়সভিত্তিক পর্যায়ে এ নিয়ে দুই দেখাতেই কিরগিজস্তানকে হারাল বাংলাদেশ।

২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে তাদেরকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল দল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে