৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা

ক্যাম্পাস ডেস্ক

ঢাবির অধিভুক্ত সাত কলেজ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।

আগামী ২৯ এপ্রিল সোমবার থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

আন্দোলন সফল করতে তারা ৭ কলেজের অধিভুক্তি বাতিলের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা ও ক্যাম্পাসে লিফলেট বিলি শুরু করেছেন।

লিফলেটে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের পক্ষের কারণগুলো তুলে ধরা হয়েছে।

তারা যেসব যুক্তি তুলে ধরে এ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তার মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অবহেলা, ঢাবি শিক্ষার্থীদের অস্তিত্ব সংকট এবং পরিচয় বিড়ম্বনা, গবেষণা ফান্ডের অভাব কিন্তু সাত কলেজের জন্য প্রশাসনিক ভবন নির্মাণের আশ্বাস প্রদান, আন্তর্জাতিক র্যাংকিং গণনা করার সময় অধিভুক্ত কলেজগুলোকেও বিবেচনা করা হয় বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধ্বসের সম্ভাবনা ইত্যাদি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে