নিম্নচাপের প্রভাবে আজ তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট

ফাইল ছবি

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে আজ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা আজ ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে।

এর আগে গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

universel cardiac hospital

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ফণী’। ঘূর্ণিঝড়টি ফণী দক্ষিণ  বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। 

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রবিবার সিলেট ও ময়মনসিংহ এবং ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হতে পারে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে