দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক

আবদুর রহমান সায়মন
নিহত আবদুর রহমান সায়মন। ছবি : সংগৃহিত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এবার প্রাণ হারালেন আবদুর রহমান সায়মন (২০) নামের নোয়াখালীর এক যুবক। তিনি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। শনিবার রাত ৮টায় দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত সায়মনের সহকর্মীরা তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়।

সায়মনের স্বজনরা জানান, দেড় বছর পূর্বে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করে দক্ষিণ আফ্রিকাতে কাজের সন্ধানে যান সায়মন। দক্ষিণ আফ্রিকার জোহানাসবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার খালুর দোকানে কাজ করতেন তিনি। গত সোমবার তিনি বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়।

এ সময় তিনি তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা সায়মানকে গুলি করে এবং দোকানে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় সায়মনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

দুই ভাই ও তিন বোনের মধ্যে সায়মন সবার বড়। পরিবারে একমাত্র উপার্জনক্ষম সায়মনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে