সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট

সুবীর নন্দী
সুবীর নন্দী। ফাইল ছবি

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর উন্নত চিকিৎসার জন্য ২৯ এপ্রিল, সোমবার সিঙ্গাপুরে নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

গত ১৪ এপ্রিল রাতে হৃদরোগে আক্রান্ত হন সুবীর নন্দী। এর পরই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। হাসপাতালে আবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বিদেশে নেয়া হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ৪০ বছর ধরে সঙ্গীতের সঙ্গে যুক্ত সুবীর নন্দী। আড়াই হাজারের বেশি গান গেয়েছেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও তিনি পেয়েছেন দেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে